চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩

ক্বেরাত সম্মেলন

হেফজ সম্পন্ন কারি ৩৫ জন ছাত্রকে পাগড়ী প্রদান উপলক্ষে মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজার দৃষ্টিনন্দন পার্কে এই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্বেরাত সম্মেলনে উপস্থিত ছিলেন, বর্তমান বিশ্বের প্রসিদ্ধ ও শ্রেষ্ঠ ক্বারীগণ। শায়েখ ক্বারী ঈদী শাবান "তানজানিয়া", শায়েখ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান, শায়েখ ক্বারী মুহাম্মদ ছানাদ আবদুল হামিদ "মিশর", শায়েখ ক্বারী আহমেদ হিজা "আফ্রিকা"। আরো উপস্থিত ছিলেন শায়েখ ক্বারী আব্বাস উদ্দিন, শায়েখ ক্বারী আবুল বাশার "বাংলাদেশ" শায়েখ ক্বারী মিল্লাত হোসেন "চাঁপাইনবাবগঞ্জ" প্রমুখ।

সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিল্পী গোষ্ঠী মহানন্দা শিল্পী গোষ্ঠী



আপনার মূল্যবান মতামত দিন: