
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, “ইসরায়েল এবং কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই কূটনীতিকে বিপথগামী করতে সক্রিয়ভাবে কাজ করছে। তারা বিভ্রান্তিকর তথ্য এবং বিভিন্ন কৌশল অবলম্বন করছে, যা এখন আর গোপন নেই।”
তিনি আরও জানান, অতীতে ইরানে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা ও নানা ধরনের নাশকতা প্রচেষ্টার কারণে দেশটির নিরাপত্তা বাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে।
আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। ইসলামিক প্রজাতন্ত্র বৈধ প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিমা গণমাধ্যম এবং কিছু মহল মিথ্যা প্রচারণার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, “আবারও ভীতিকর স্যাটেলাইট চিত্র কিংবা কাল্পনিক তথ্য সামনে আনা হতে পারে, যা ইরানবিরোধী মনোভাবকে উসকে দিতে ব্যবহৃত হয়।”
এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘ বিরতির পর নতুন করে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সূচনা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে, যেখানে ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ।
সূত্র: প্রেস টিভি
আপনার মূল্যবান মতামত দিন: