
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এই আহ্বান জানান। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ডুজারিক বলেন, “জাতিসংঘ মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা উভয় দেশের প্রতি আহ্বান জানাই যেন তারা সর্বোচ্চ ধৈর্য দেখায় এবং নিশ্চিত করে যে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়।”
তিনি আরও জানান, জাতিসংঘ জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মহাসচিবের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো সমস্যা শান্তিপূর্ণ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় পর্যটকদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী শাখা।
হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, এবং পারস্পরিক বাণিজ্য স্থগিতসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে আকাশসীমা ও বাণিজ্য বন্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: