
পাসপোর্টের এই শর্তটি দীর্ঘদিন ধরে বলবৎ থাকলেও এক পর্যায়ে তা বাতিল করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গাজায় গণহত্যার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়ার পর শর্তটি পুনর্বহালের দাবি জোরালো হয়।
শনিবার (১২ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল এবং ইসরায়েলের সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সরকার বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: