চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন জমা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ১৪:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ১৪:০৩

সংগৃহিত ছবি

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবেদনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। এসব সুপারিশের মধ্যে কর্মপরিবেশে শ্রেণি বৈষম্যমূলক "তুই-তুমি" সম্বোধন চর্চা বন্ধের প্রস্তাবটিকে তিনি বিশেষভাবে ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত বছরের নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রাথমিকভাবে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও পরে একাধিকবার সময় বাড়ানো হয়।

শেষ পর্যন্ত সোমবার কমিশন তাদের প্রণীত খসড়া প্রতিবেদন জমা দিলো, যা দেশের শ্রমখাতে কাঙ্ক্ষিত সংস্কারের পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: