
এর আগে, পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের গুজব এবং ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে মিথ্যা, বানোয়াট বা ভুয়া প্রশ্নপত্র নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের আইনজীবীদের পেশায় অন্তর্ভুক্তির জন্য এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় এবং প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: