
বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি এবং ওই ঘটনার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন হেফাজত নেতারা।
বৈঠকে আরও আলোচনায় আসে, বিগত ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলাগুলো প্রত্যাহার প্রক্রিয়ার অগ্রগতি। হেফাজতের নেতারা এসব মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
এছাড়াও প্রফেসর ইউনূসের উপদেষ্টা টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠকে মানবাধিকার, ন্যায়বিচার এবং নৈতিক-রাজনৈতিক পুনর্গঠনের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: