চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ১৪:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ১৪:৪২

ফাইল ছবি

তিনি বলেন, "পুলিশের আইজি জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। এই ট্রেনিং চলবে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে।"

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো শুরু হয়েছে। এসব মিসইনফরমেশন দ্রুত প্রতিহত করতে ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ সক্রিয়ভাবে কাজ করবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, "আর্মি, পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় (কো-অর্ডিনেশন) বাড়ানোর বিষয়টি সভায় বারবার উল্লেখ করা হয়েছে। প্রান্তিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এই সমন্বয় জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।"

তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: