চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্যারিস্টার আরমানকে টিএফআই সেলে রাখার বিষয়টি আমি জানতাম: মামুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১৪:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১৪:৩৯

ফাইল ছবি

জবানবন্দিতে মামুন উল্লেখ করেন, ব্যারিস্টার আরমানকে গোপনে আটক রাখা হয় এবং বিষয়টি তাকে অবহিত করেছিলেন তৎকালীন র‍্যাবের ডিরেক্টর (ইন্টেলিজেন্স) সরওয়ার বিন কাশেম। র‍্যাব ডিজি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তার পূর্বসূরি বেনজির আহমেদ তাকে আরমান সম্পর্কে আগে থেকেই সতর্ক করেছিলেন বলেও জানান তিনি।

সাবেক আইজিপি মামুন বলেন, এসব ঘটনা মূলত ঘটত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকির নির্দেশে। পুলিশের সর্বোচ্চ পদে থাকলেও তাকে অনেক সময় এসব বিষয়ে জানানো হতো না। কখনো কখনো এসব নির্দেশনা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আসত বলে তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, র‍্যাবের অধিকাংশ অভিযান পরিচালিত হতো গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও নির্দেশনার ভিত্তিতে, যেখানে পুলিশের ভূমিকা ছিল অনেকাংশেই উপেক্ষিত।

জবানবন্দিতে মামুন জানান, র‍্যাবের ডিরেক্টর (ইন্টেলিজেন্স) হিসেবে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন— সরওয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম ও মশিউর রহমান— তাদের মাধ্যমেই তিনি কিছু গুম ও গোপন আটকের তথ্য পেয়েছিলেন। তবে এসব বিষয়ে তিনি কোনো তদন্ত করেননি এবং ব্যবস্থা নেননি।

আরমানকে আটক রাখার বিষয়ে মামুন বলেন, তিনি জানতেন না কবে এবং কীভাবে তাকে আটক করা হয়েছে। তবে টিএফআই সেলে আটক রাখার সিদ্ধান্ত যে সরকারের উচ্চপর্যায় থেকে এসেছে, তা নিশ্চিত। বিষয়টি জানার পর তিনি সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।

জবানবন্দিতে র‍্যাব কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গুম ও নির্যাতনের ঘটনায় ‘বিশেষ ভূমিকা’ পালন করেছেন বলে তিনি শুনেছেন। যদিও এসব ‘দক্ষতা’ ছিল অপেশাদার কাজের মধ্যে।

সবশেষে মামুন স্বীকার করেন, র‍্যাবের যেসব কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তিনি সে সম্পর্কে জানতেন। তবে আইজিপি বা র‍্যাব প্রধান থাকা অবস্থায় এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, কারণ নির্দেশনাগুলো ছিল সরাসরি গোয়েন্দা সংস্থা কিংবা সামরিক উপদেষ্টার কাছ থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: