04/25/2025 চাঁপাইনবাবগঞ্জে গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত
হ.আ/রিপোর্টার
২২ মার্চ ২০২৩ ০৪:৪৮
বাল্য বিয়ে, শিশু নির্যাতন, মাদকদ্রব্যসহ সামাজিক নানা অসংগতি দূর করার অঙ্গিকারের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর, হর্টিকালচার সেন্টারে দিনব্যাপী এ আয়োজনে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্ল ইন স্কাউটের ৩০টি দল অংশ গ্রহন করে। ৩০ টি দলে প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিন ব্যাপি শিক্ষার্থীদের স্কাউটের বিভিন্ন কৌশল অবলম্বন করার পদ্ধতি শিখানো হয়েছে।
জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমান বলেন, তৃতীয় জেলা ডে ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ৩০ টি দল অংশ গ্রহন করেন। গার্ডেন স্কাউটের মেয়েদের বিভিন্ন কাজে পারদর্শী করে গড়ে তোলা, স্কাউটের যে প্রশিক্ষন গুলো রয়েছে গেরো সম্পর্কে, ল্যাসিং সম্পর্কে, স্কাউট আন্দোলনের ইতিহাস এবং তাদেরকে প্রতিঙ্গা মতো, আইন এ বিষয় গুলো সম্পর্কে তাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।
সকালে এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুসফিকুর রহমান, সহকারি কমিশনার আশরাফুল আম্মিয়া সাগর,জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসুরু পারভেজ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমানসহ অনান্যরা।