চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎকর্মী বরখাস্ত, আটক ৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:২১

ফাইল ছবি

ঘটনাটি ঘটে সাহারানপুর জেলায়। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ঈদুল ফিতরের নামাজ শেষে সাকিব খান নামে এক বিদ্যুৎকর্মী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে চুক্তিভিত্তিকভাবে কর্মরত ছিলেন।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার পিটিআই’কে বলেন, “এই কাজকে দেশবিরোধী হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সংস্থাকে তাৎক্ষণিকভাবে সাকিব খানকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।”

ঈদের মিছিলে পতাকা ও স্লোগান, ৮ জন গ্রেফতার
একই দিনে সাহারানপুরের আম্বালা রোডে ঈদের নামাজ শেষে ঈদগাহ থেকে ঘণ্টাঘর পর্যন্ত একটি মিছিলে অংশ নিয়ে কিছু যুবক ফিলিস্তিন ও ভারতের পতাকা উত্তোলন করেন এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

সাহারানপুরের পুলিশ সুপার (সিটি) ভিওম বিন্দাল বলেন, “ভিডিওতে দেখা গেছে, কিছু যুবক একটি বিদেশি দেশের পতাকা নিয়ে হাঁটছে। এ বিষয়ে তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মামলা ও তদন্ত
পুলিশ জানায়, মিছিলে অংশগ্রহণকারী প্রায় ৬০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং নবগঠিত ভারতীয় ন্যায়বিধি অনুযায়ী একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

বেআইনি জমায়েত

জনমনে বিদ্বেষ ছড়ানো

অবৈধভাবে বাধা প্রদান

সরকারি নির্দেশ অমান্য

বর্তমানে আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: