চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: গুলিবিনিময়, কূটনৈতিক সম্পর্কের অবনতি ও ভিসা বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৮

ফাইল ছবি

সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, প্রথমে পাকিস্তানি সেনারা ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি চালায়। তবে দুই পক্ষের গোলাগুলিতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই গোলাগুলির ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েক দিনের মাথায়। হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভারতের কড়া পদক্ষেপ:

ঘটনার জেরে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।

  • পাকিস্তানি দক্ষ কর্মী ও কূটনীতিকদের জন্য বিশেষ ভিসা স্থগিত করা হয়েছে।

  • রোববার থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে ভারত।

  • বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

  • ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, সীমান্তের ওপার থেকেই পেহেলগামের হামলার উৎস চিহ্নিত হয়েছে।

  • কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে ভারত এবং সিন্ধু নদীর ঐতিহাসিক পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে।

পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া:

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে।

  • সব ভারতীয় মালিকানাধীন ও পরিচালিত বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

  • ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করা হয়েছে।

  • তৃতীয় দেশের যেসব বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারতে যাতায়াত করে, তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

  • ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

  • শিখ তীর্থযাত্রী ছাড়া অন্য সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান।

এলওসি-তে গোলাগুলি, পারস্পরিক ভিসা ও কূটনৈতিক নিষেধাজ্ঞা এবং আকাশসীমা ও বাণিজ্য স্থগিত—সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।



আপনার মূল্যবান মতামত দিন: