চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চুক্তির পথে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:০১

সংগৃহিত ছবি

প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

চুক্তির আওতায় সৌদি আরব পেতে পারে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেমসহ বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম। তবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাবে না সৌদি, যেটি কেবল ন্যাটো মিত্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশের জন্য বরাদ্দ থাকে।

এই বিশাল অস্ত্রচুক্তিতে যুক্ত হচ্ছে লকহিড মার্টিন, আরটিএক্স করপোরেশন, বোয়িং, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল অ্যাটমিকসের মতো শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নিয়েছিলেন, যার অন্যতম শর্ত ছিল চীনের বিনিয়োগ সীমিত করা এবং বেইজিং থেকে অস্ত্র কেনা বন্ধ করা। তবে ট্রাম্পের চুক্তিতে এসব শর্ত থাকবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: