চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় প্রতিদিন ১০ ঘণ্টার ‘যুদ্ধবিরতি’ ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৫:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৫:০২

সংগৃহিত ছবি

তবে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই রোববার ভোরে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় সাধারণ মানুষ।

একই দিনে, পাঁচ মাস বয়সী জয়নাব নামের একটি শিশু তার মায়ের কোলে অপুষ্টির কারণে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার আরও পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ক্ষুধায় প্রাণ হারিয়েছেন।

বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা বর্তমানে কার্যত এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থলে’ পরিণত হয়েছে। সীমান্তে সহায়তা আটকে আছে, আর ভেতরে হাজারো মানুষ বাঁচার লড়াইয়ে নিঃশেষ হয়ে পড়ছে।

এদিকে, ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজার উদ্দেশে রওনা হওয়া মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে সেটি জব্দ করে। জাহাজটিতে ২১ আরোহী ছিলেন, যাদের মধ্যে চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও ইউরোপীয় সংসদ সদস্যও ছিলেন। এটি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর একটি মানবিক মিশন, যার উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় সহায়তা পৌঁছানো। জাহাজটি ইতালি থেকে রওনা দিয়েছিল।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর চাপ দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, ‘যুদ্ধবিরতির নামে এ যেন এক নির্মম কৌতুক’, যেখানে কিছু এলাকায় সাময়িক বিরতি ঘোষণা করেও সমান্তরালভাবে চলছে নিরীহ মানুষের ওপর হামলা এবং মানবিক সহায়তা প্রতিরোধ।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল



আপনার মূল্যবান মতামত দিন: