রাজশাহী বিভাগীয় সেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা চাঁপাইনবাবগঞ্জের অলিউল!


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগীয় সেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মনোনিত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মো. অলিউল ইসলাম ডালিম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা উদ্যোগক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
২৩ মার্চ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের এটুআই প্রোগ্রামের আয়োজনে ও ঢাকার আগারগাঁও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ এর মিলনায়তনে সম্মাননা ও ক্রেস্টগুলো দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এটুআই এর প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান পিএএ। বিশেষ অতিথি ছিলেন, এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক সেলিনা পারভেজ ও ব্যাংক এশিয়া লিমিটেড'র এমডি আরফান আলী প্রমূখ।
অনুষ্ঠানে "মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন" উপলক্ষে সারাদেশের বিভিন্ন ক্যাটাগরীতে ৩৪ জন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। এ অর্জনের জন্য বোয়ালিয়া ইউনিয়নের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেধাবী কর্মকর্তা অলিউল ইসলাম ডালিম।
আপনার মূল্যবান মতামত দিন: