
পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষ্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আজ বাদ জোহর শবে ‘মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম এবং আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মোহা. আবদুল কাদির।
আপনার মূল্যবান মতামত দিন: