
মানব জীবনের পরিবর্তন সহজাত বৈশিষ্ট্য,জীবন ও জড়োর মাঝে পার্থক্য যেমনই তাদের পরিবর্তন ও নতুন আঙ্গিকে নিত্য ঘটনা। সদা সততা প্রতিনিয়তই পরিবর্তন জীবনকে অর্থবহ করে তুলবার জন্য অন্যতম নিয়ামক শক্তি সৃষ্টি জগতের মাঝে নেক আমল।
মানুষের সম্মান ও মর্যাদা তার শক্তি সাহস আকার আয়তন শুধুমাত্রই নয় পরিবর্তন। চেষ্টা-প্রচেষ্টা সাধনা ও শ্রমবিনিময়ে নিত্য সামাজিক ও তার পূর্ণাঙ্গ পরিকল্পনাই মানবজীবনের পরিবর্তনের সুবর্ণ সুযোগ পবিত্র মাহে রমাদান। আমলকে প্রবৃদ্ধি ও স্থায়ীকরণের মাস রমাদান। আমলের গতি ধারাবাহিকতা সূতিকারাগার রমজান।
লাগাতার ইফতার ও সাহারি, তারাবি, তাহাজ্জুদ নেক আমল নিয়মিত করনের সুবর্ণ সুযোগ হিসাবে রমাদান মাসেই সম্ভব। মানব জীবনের আমলের পরিবর্তন ইবাদতকে অভ্যাসে পরিণত করার অন্যতম কৌশল এ রমাদান মাসেই। এতে করে সফলতার হাতছানি কেবল পরিবর্তনের প্রতি একজন রোজাদারই যথেষ্ট।
চেতনা অভিব্যক্তি পরিবর্তনের এক মোক্ষম সুযোগ রোজার মাস। সিয়াম প্রশিক্ষণ কর্মসূচি ইবাদত ফিরিয়ে আনে শৃঙ্খলা প্রাধিক্য। এদিকে আত্মশক্তি ও ঐকান্তিকতা সচেতনতার সাথে সিয়াম পালনকারী আল্লাহর দরবারে মর্যাদা সিক্ত মহাপুরুস্কার কারীর কাতারে অভিনন্দিত।
আপনার মূল্যবান মতামত দিন: