
হজরত আনাস রা: বর্ণনা করেছেন, আমি ১০ বছর যাবত রাসূলুল্লাহ সা:-এর খেদমতে নিয়োজিত ছিলাম। আমার কোনো কাজ সম্পর্কে তিনি কখনো উহ! শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কোনো কাজ দেখে কখনো বলেননি, তুমি এ কাজ করলে কেন? কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননি, তুমি এ কাজ করলে না কেন?
-(বুখারি-৬০৩৮, মুসলিম-২৩০৯)
আপনার মূল্যবান মতামত দিন: