মানবতার সেবাই শিবগঞ্জে সৈয়দ পরিবারের আরেকটি দৃষ্টান্ত স্থাপন


নিউজ ডেস্কঃ গুলনাহার-কসিমুদ্দিন ফাউন্ডেশন (জিকে ফাউন্ডেশন) মানবতার সেবাই সৈয়দ পরিবারের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো শিবগঞ্জে। সৈয়দ পরিবার সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
এরই ধারাবাহিকতায় এবার চিকিৎসা সেবা আরও দ্রুত ও সহজ করতে দুটি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। আজ রবিবার সৈয়দ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম তিন ভাই শুরু থেকে মানুষের কল্যাণে নানা রকম কর্মকান্ড পরিচালনা করছেন।
শিবগঞ্জ পৌরবাসির জন্য উপহার হিসেবে সৈয়দ পরিবারের পক্ষ থেকে এবার দুটি শিতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হলো। পরে পর্যায়ক্রমে এটা বৃদ্ধি করা হবে। শিবগঞ্জের মানুষ এহেন কাজের জন্য সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিবগঞ্জে ০১৩২১-১৩৬৫৭৫ এবং ০১৩২১-১৩৬৫৭৬ এ দুটি হটলাইনে ফোন করে এ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘন্টা পাওয়া যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: