শিবগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন পুলিশ সুপারের, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে।


কপোত নবী, নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৪ই ফেব্রুয়ারি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
এ সময় তিনি ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। ভোটারদের সাথেও কথা বলেন ভোট দিতে কোন সমস্যা হয়েছে কিনা।
নির্বাচনে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কৃতজ্ঞতাও জানিয়েছেন, জেলা পুলিশ সুপার আবদুর রকিব।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনসহ অন্যরা। সাথে জেলা গোয়েন্দা শাখার একটি টিমও ।
আপনার মূল্যবান মতামত দিন: