চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
একুশ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া।

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিআরসেভেন

আ/ স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৩

আ/ স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৩

ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন অন্ধ ভক্ত ডেমিরাল

আন্তর্জাতিক ডেস্ক: একুশ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দেশ দুটিতে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশ দুটিতে সাধারণ মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়েছে। কঠিন এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সাধ্য মতো সহাযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

ক্রীড়াঙ্গনের অনেক তারকাদেরও এ ধরনের নানা বিপর্যয়ে এগিয়ে আসতে দেখা যায়। তবে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো তারকা ক্রীড়াবিদকে সরাসরি এগিয়ে আসতে দেখা যায়নি। কিন্তু এগিয়ে এসেছেন তুরস্কের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেরি ডেমিরাল।

ব্যক্তিজীবনে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন অন্ধ ভক্ত ডেমিরাল। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিআরসেভেনের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি নিলামে তুলেছেন এই সেন্টারব্যাক। রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলার সময় এই ফুটবলার তার ক্লাব সতীর্থও ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে দেশটির স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপে পরিনত হওয়া মানুষদের পাশে যেকোনোভাবে দাঁড়ানোর সুযোগ খুঁজছিলেন ডেমিরাল।

জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের কাছে থাকা রোনালদোর অটোগ্রাফ সম্বলিত জুভেন্টাসের জার্সিটি নিলামে তুলতে অনুমতির জন্য রোনালদোর সঙ্গে যোগাযোগ করেন ডেমিরাল।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ২৪ বছর বয়সী ডেমিরাল বলেন, ‘আমি এইমাত্র রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি তুর্কিতে ঘটে যাওয়া ঘটনার জন্য খুবই দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি আমার ইচ্ছায় সম্মতি দিয়েছেন। এরপরই তার অটোগ্রাফ দেওয়া জার্সিটি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ভূমিকম্প প্রবণ এলাকায় ব্যবহার করা হবে।’

বর্তমানে ইতালিয়ান ক্লাব আটলান্টার হয়ে খেলছেন মেরি ডেমিরাল। তিনি নিলামে রোনালদোর জার্সি থেকে অর্জিত অর্থ তুরস্কের একটি দাতাসংস্থায় পাঠানোর জন্য যোগাযোগ করছেন। দেশীয় ওই সংস্থার পাশাপাশি তুরস্ক ও সিরিয়ায় রেড ক্রিসেন্ট, সেভ দ্য চিল্ড্রেনসহ বেশকিছু আন্তর্জাতিক সংগঠন দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় কাজ করছে।

মেরি ডেমিরালের এমন মহৎ উদ্যোগ দেখে হয়ত অন্য অনেক তারক ক্রীড়াবিদও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ এই পৃথিবীতে মানুষ যে মানুষের জন্যই। 



আপনার মূল্যবান মতামত দিন: