
ক্রীড়া প্রতিবেদন: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পরপর চতুর্থ জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে সাতটি লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসাবে শেষ চারে জায়গা করে নিলো লাল-সবুজের দল। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নেন।
পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আবদুল জলিল। তিনি বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় প্রাথমিক লক্ষ্য পূরণ হলো। নেপালের বিপক্ষে জিতে গ্রুপপর্বে অপরাজিত থাকতে চাই।' এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: