চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ব্লুমবার্গের সূত্রে সিএনএন এ তথ্য জানিয়েছে।

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যাক্তি ইলন মাস্ক

আ/রিপোর্টার | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০২:৩৭

আ/রিপোর্টার
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০২:৩৭

ইলন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে উঠে এসেছেন। ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন তিনি।

ব্লুমবার্গের সূত্রে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে। তবে বিলিয়নিয়ার তালিকা করা আরেক গণমাধ্যম ফোর্বসের তালিকায় এখনও ইলনের অবস্থান দ্বিতীয়।

সিএনএন জানিয়েছে, টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়াতেই ইলন মাস্কের এই উত্থান। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেবার পর থেকে মারাত্মকরকম আলোচনায় ইলন। তবে তার বেশিরভাগই নেতিবাচক কারণে। টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়তে থাকে।

দুই মাস পর ফের বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড গড়েছেন।

গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: