চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
হেলিকপ্টারের অন্যান্য আরোহীরাও নিহত হয়েছেন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রইসি নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২০ মে ২০২৪ ১১:৪৪

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২০ মে ২০২৪ ১১:৪৪

সংগৃহিত ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও তার সাথে একই হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে- ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা নিহত হয়েছেন।

এতে আরো বলা হয়, রইসি নিহত হয়েছেন বলে এখনো আনুষ্ঠানিক নিশ্চিত হওয়া যায়নি, তবে চিকিৎসকরা জানিয়েছেন যে- তারা দুর্ঘটনাস্থলে জীবনের কোনো চিহ্ন খুঁজে পাননি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও ছিলেন।

আজারবাইজান সীমান্তে ইরানের উত্তরাঞ্চলে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এবং কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: