
গত ২৮ মার্চ মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে এই ভূমিকম্প আঘাত হানে। জাতিসংঘ জানিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩০ লাখেরও বেশি মানুষ। ধসে পড়েছে ১০ হাজারের বেশি ভবন। মান্দালয় ও নেপিদো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত ৮০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে।
দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা, খাদ্য ও পানি সংকট, এবং চিকিৎসা সহায়তার অভাব দেখা দিয়েছে। ধ্বংস হয়ে গেছে তিনটি হাসপাতাল, আংশিক ক্ষতিগ্রস্ত ২২টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জরুরি চিকিৎসা, রক্ত, চেতনানাশক এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রয়োজন।
জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান টম ফ্লেচার বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ। এখনই সময় মিয়ানমারের পাশে দাঁড়ানোর।”
উদ্ধার কার্যক্রম এখনো ব্যাহত হচ্ছে অবকাঠামো ধ্বংস হওয়ায়। ইউনিসেফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: