
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুর্শিদাবাদের সুতিতে কয়েক হাজার আন্দোলনকারী ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিছিল করেন। পুলিশের বাধা পেয়ে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ রয়েছে, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করেন। সড়কে দাঁড়িয়ে থাকা সরকারি বাস, পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেন তারা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই দাবিতে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় চলমান মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সুতি থানা এলাকা এখন ধারা ১৬৩ এর আওতায় রয়েছে—একসঙ্গে দুইজনের বেশি চলাচল নিষিদ্ধ। কোনো জমায়েত দেখলেই গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ। সহিংসতা মোকাবেলায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের বেশি পুলিশ সদস্য এবং অসংখ্য আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৩ এপ্রিল ভারতের সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলে রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিভিন্ন সংগঠন দাবি করছে, এই আইন সংখ্যালঘু স্বার্থবিরোধী এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ।
আপনার মূল্যবান মতামত দিন: