চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষায় সক্রিয় ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৩

ফাইল ছবি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত করা হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। গাজায় চলমান সংঘাতের পর থেকে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালিয়ে আসছে।

চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল-হামাস সাময়িক যুদ্ধবিরতির সময় হুথিরা হামলা বন্ধ রাখলেও, মার্চে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর তারা পুনরায় হামলা শুরু করে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার স্থবিরতা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আল-খুলাইফি। তিনি জানান, এক মাস ধরে কোনো অগ্রগতি না হওয়ায় প্রতিদিন প্রাণহানি বাড়ছে। আল-খুলাইফি আরও বলেন, কাতার এই শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ২৬৬ জন এবং আহত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন।



আপনার মূল্যবান মতামত দিন: