চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:০৫

ফাইল ছবি

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলেন তিনি। যদিও এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

সূত্র জানায়, অমিত শাহ সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যদি কারও বিরুদ্ধে বৈধতা না থাকে বা ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, তবে তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্য থেকে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই নির্দেশনা এমন সময় এলো যখন ভারতের কেন্দ্র সরকার পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে এবং পূর্বে প্রদত্ত ভিসাগুলো বাতিলের ঘোষণা দিয়েছে। ২৪ এপ্রিল নয়াদিল্লি জানায়, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ২৭ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে। শুধুমাত্র চিকিৎসা ভিসার ক্ষেত্রে ছাড় দিয়ে ২৯ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি এই কড়া অবস্থান নেয়া হয়েছে সম্প্রতি জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় ২৮ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরও ২০ জনের বেশি। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এ হামলার দায় স্বীকার করেছে।

এই ঘটনার পর থেকেই কেন্দ্র সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সম্পর্ক আরও কড়া করার সিদ্ধান্ত নেয়, যার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই ভিসা বাতিল ও প্রত্যাবাসন নীতি।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম, সরকারি সূত্র, রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: