
রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম, বরকতময় ও তাৎপর্যপূর্ণ দিন। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা বর্জন করো। এটি তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা বুঝতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়— কোথাও দুপুর ১টায়, কোথাও দেড়টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। এই সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা, বিশেষ করে পথচারী বা সফররত মুসল্লিরা, বিভ্রান্তিতে পড়েন।
এই বিভ্রান্তি দূর করতে সারাদেশে একযোগে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। বিভাগ ও জেলার সব মসজিদে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: