চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জরুরি খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ বিশ্ব খাদ্য কর্মসূচি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:১৬

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র এতদিন আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেনসহ ১১টিরও বেশি যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে পরিচালিত জরুরি খাদ্য কর্মসূচিতে বিশাল অঙ্কের অর্থায়ন করত। এই অর্থেই ক্ষুধার্ত লাখ লাখ মানুষ প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

তবে হঠাৎ করে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় সেই সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হতে চলেছে। এ সিদ্ধান্তকে ‘চরম মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে WFP। সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, “এই সিদ্ধান্ত চরম ক্ষুধা ও অনাহারে থাকা মানুষের জন্য মৃত্যুদণ্ডের মতো।”

‘সরাসরি জীবন বিপন্ন হবে’
বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন বলেন, “এই তহবিল বন্ধ হলে শুধু একটি কর্মসূচি নয়, বৈশ্বিক স্থিতিশীলতাই নষ্ট হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “চরম দারিদ্র্যপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষেরা সম্পূর্ণভাবে এই খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। তাই এটি বন্ধ হলে তাদের সামনে বাঁচার আর কোনো উপায় থাকবে না।”

অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণ
এপি’র বরাতে জানা যায়, ইউএসএআইডি (USAID) পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি বাতিল করা হয়েছে। ‘যুক্তরাষ্ট্র সরকারের সুবিধার জন্য’ প্রকল্পগুলো বাতিল করার নির্দেশ দেন ইলন মাস্কের গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা জেরেমি লিউইন। তিনি ইউএসএআইডির কর্মসূচি হ্রাসের তত্ত্বাবধানও করছেন।

অবশ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিপদে মানবিক সহায়তা সংস্থাগুলো
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত বছর যুক্তরাষ্ট্র বিশ্ব খাদ্য কর্মসূচিতে প্রায় ৪৫০ কোটি ডলার অনুদান দিয়েছিল, যা ছিল সংস্থাটির মোট বাজেটের বড় অংশ (৯৮০ কোটি ডলারের মধ্যে)। এখন সেই অনুদান বন্ধ হয়ে যাওয়ায় জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো কার্যত বিপাকে পড়েছে।

এছাড়া সেভ দ্য চিলড্রেন ও ইউএন পপুলেশন ফান্ড পরিচালিত দুটি নতুন চুক্তিও বাতিল করা হয়েছে বলে এপি হাতে আসা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক নথিতে উল্লেখ রয়েছে।

বিশ্লেষকদের মন্তব্য
মানবিক সহায়তাবিষয়ক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু মানবিক সংকটই নয়, কৌশলগত দিক থেকেও একটি নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিবাসন সংকট, চরমপন্থা ও সংঘাত দমনে খাদ্য সহায়তাকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন: